আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : রবিবার ২৪ জুলাই ২০২২ ১২:৩৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার শহীদ দৌলত (পাবলিক লাইব্রেরি) ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরীর মাঠে আলোচনা সভায় মিলিত হয়। 

এরপর বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। 

তিনি বলেন, নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে গাছ লাগানো দরকার। গাছের পরিচর্যা করতে হবে। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ,  কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোস, কক্সবাজার সদর রেঞ্জ অফিসার কবির উদ্দিন, কক্সবাজার রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

শুরুতে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ডঃ প্রাণতোষ চন্দ্র রায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, হিমছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) সভাপতি এডভোকেট মো. আয়াছুর রহমান, সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। 

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন। 

'বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ' শ্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় ৩০ টি স্টল বসানো হয়েছে। যেখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষ মেলা চলবে।