আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে র‍‍্যাব পরিচয়ে বসতঘরে ঢুকে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী ২০২৪ ১০:১৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারে র‍‍্যাব পরিচয় সৎ ভাইয়ের বসতঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

গত ২ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত মাহামুদুল হক ক্ষুদ্র মুদির দোকানদার। তিনি উখিয়া খুনিয়া পালং ৬ নং ওয়ার্ডের ধোয়া পালং এলাকার মৃত হাজী আব্দুল কাদেরের ছেলে। অভিযুক্ত আজিজুল হক তার সৎ ভাই।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মাহামুদুল হক। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা গেছে, চারিদিকে পড়ে আছে ক্ষতবিক্ষত টিনের চাল। মাথায় হাত দিয়ে বসে আছেন মাহামুদুল হক। অনেকটা বাকরুদ্ধ। কথা বলতে গেলে চোখ দিয়ে অশ্রু ঝরছে। তবু সাংবাদিক পরিচয় পেয়ে ঘটনার বর্ণনা দেন। 

অসহায় মাহামুদুল হক বলেন, আনসার সদস্য আজিজুল হক নিজেকে র‍‍্যাব পরিচয় দিয়ে আমার বাড়িঘর ভেঙ্গে দিয়েছে। অনেক কষ্টের টাকায় কেনা জমি জবরদখলের চেষ্টা করছে। ব্যবহার করছে সন্ত্রাসী ও দখলবাজ বাহিনী। 

তিনি বলেন, ২০ বছর আগে সাব রেজিস্ট্রি মূলে ক্রয়কৃত ৭ কড়া খাসদখলীয় জমিতে বসতঘর নির্মাণ করে ভোগ দখলে আছি। গত ২,৩,৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা উপলক্ষে ৩১ জানুয়ারি ঢাকায় গমন করি। ৫ ফেব্রুয়ারি বাড়িতে ফিরে জানতে পারি, আমার সৎ ভাই আনসার সদস্য আজিজুল হক র‍‍্যাব পরিচয় দিয়ে ১০-১৫ জন সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীসহ আমার বসতঘরে অবৈধভাবে প্রবেশ করে। সেখানে বসবাসরত আমার আত্মীয়-স্বজনদের ব্যাপক মারধরপূর্বক তাড়িয়ে দেয়। ঘরে রক্ষিত বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। উল্টো সত্য ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দখলবাজচক্র। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। 

এ প্রসঙ্গে জানতে চাইলে কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার বলেন, মাহামুদুল হকের দীর্ঘদিনের বসতভিটা দখলের উদ্দেশ্যে ভাঙচুর করেছে চিহ্নিত একটি চক্র। যারা ঘটনা করেছে তারাই উল্টো অপপ্রচার চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি।