আজ বুধবার ১ মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

কক্সবাজারে রোজাদারদের মাঝে জেকলিনের ইফতার সামগ্রী বিতরণ

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : বুধবার ১২ এপ্রিল ২০২৩ ০২:৩১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

১৯ রমজান, মঙ্গলবার দুপুর বেলা কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়ায় গিয়ে দেখা গেল, ওখানকার নারী-পুরুষ, বৃদ্ধ সবার হাতে কাঁধে বস্তাভর্তি মালামাল। নিয়ে যাচ্ছে বাড়িতে। যেখানে রয়েছে তেল, ডাল, চনা, মুড়ি, পেঁয়াজ, সেমাই, দুধ, চিনিসহ রমজানের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। তার আগে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জেকলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রোজাদারদের হাতে খাদ্যপণ্যগুলো তুলে দেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক এ.এম হারেছ আরিয়ান, নির্বাহী সদস্য সাকির আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রোজার দিনে এই খাবার পণ্য পেয়ে বেশ আনন্দিত, উচ্ছ্বসিত দেখা গেছে এলাকাবাসীকে। প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি বলেন, হতদরিদ্র মানুষের হাতে কিছু তুলে দিতে পারলে ভালো লাগে। জেকলিনের সহায়তায় রোজার দিনে কিছু মানুষকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে সহায়তা প্রদান করা হবে। জেকলিনের নির্বাহী পরিচালক এ.এম হারেছ আরিয়ান বলেন, রমজান উপলক্ষে আমরা ইফতার প্রোগ্রাম হাতে নিয়েছি। প্রত্যেকের ঘরেঘরে আমরা সাধ্যমতো উপহারটুকু পৌঁছিয়ে দিচ্ছি। নাজিরারটেক ও সমিতি পাড়ায় এই পর্যন্ত প্রায় ১,৮০০ জনকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। তিনি বলেন, এখানে অসংখ্য মানুষ অসহায়। আমরা তাদেরকে সহায়তা প্রদানের চেষ্টা করছি। সামর্থ্যবানদেরকেও মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান এ.এম হারেছ আরিয়ান।