আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : সোমবার ১ মে ২০২৩ ০৪:০৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

যথাযথ মর্যাদায় কক্সবাজারে পালিত হয়েছে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি ঘিরে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিক সংগঠন শোভাযাত্রা, মিছিল-সমাবেশ করেছে। পৃথক ব্যানারে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত শহরের প্রধান সড়কসহ অলিগলি শ্রমিকদের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সবার কণ্ঠে একই সুর, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধ করো করতে হবে, মালিকের দালালরা হুশিয়ার সাবধান ইত্যাদি। শ্রমিক দিবস উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের নেতৃত্বের বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, কেন্দ্রীয় আওয়ামীলীগ ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ মহাপরিদর্শক শিপন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি আবু মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন। বিভিন্ন শ্রমিক সাজে সজ্জিত হয়ে মহান মে দিবস স্মরণে মিছিল, সমাবেশ করেছে কক্সবাজার দিনমজুর ঐক্য পরিষদ। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদিঘির পাড়ে গিয়ে মিছিলটি সমাবেশে মিলিত হয়। সেখানে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেন। দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগঠনটির কক্সবাজার শহর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বাজারঘাটা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শফিক সেন্টারে সমাবেশে মিলিত হয়। সেখানে ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত পৌর মেয়র প্রার্থী সরওয়ার কামাল, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, ফেডারেশনের শহর সভাপতি সরওয়ার কামাল সিকদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। মতপ্রকাশের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার। সভাপতি জিএএম আশেক উল্লাহর সভাপতিত্বে এতে সাবেক সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, সদস্য ইমাম খাইর, স.ম ইকবাল বাহার চৌধুরী, নুরুল আমিন হেলালি, মহিউদ্দিন মাহিসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। রক্তে ধোয়া মে তোমায় সেলাম-এই শ্লােগানে গণসংগীত ও আলোচনা সভা করেছে উদীচী কক্সবাজার জেলা সংসদ। এছাড়া সদর উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন, কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জেলা পেইন্টার সমিতি, হোটেল ওশান প্যারাডাইস, সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক ও টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ, বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মহান মে দিবসকে গুরুত্বের সঙ্গে পালন করেছে।