আগামী ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ৭ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। যা আয়োজন করছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখা। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২২ নভেম্বর বাদ মাগরিব, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় জেলা নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দারুল কুরআন কমপ্লেক্সের পরিচালক মাওলানা ক্বারী জহিরুল হক। সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী সাইফুল্লাহ কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি মাওলানা মূফতী আবু মুসা, সহসভাপতি শামসুল হক শারেক, আতাউর রহমান বুলবুল। প্রস্তুতি সভার শুরুতে কুরআন তিলাওয়াত করেন বিশিষ্ট ক্বারী মাওলানা ক্বারী হুমায়ুন রশীদ। সভায় আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি মাষ্টার শফিকুল হক, মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী, ক্বারী মাওলানা নুরুল হক, ক্বারী মাওলানা সুজাউল আলম, মাওলানা খালেদ সাইফী, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মাওলানা শামসুল আলম, মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ মুস্তফা কামাল, হাফেজ হেলালুদ্দীন, মুহাম্মদ মঈনুল ইসলাম, ইমরানুল করীম, মাওলানা হাফেজ হাফেজুদ্দীন, সাঈদুর রহমান। তাসহিহে কুরআন অর্থাৎ বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের চর্চা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক, এ প্রত্যাশা নিয়ে কুরআন তিলাওয়াতের আয়োজন।