কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিটের কেলিরবিলের সংরক্ষিত বনভূমিতে ১৯ ডিসেম্বর রবিবার বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ২০০০ ফুট কাটাতার জব্দ, সিমেন্টের ৫০টি পিলার ধ্বংস, প্রায় ১৫ একর বনভূমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দান কারী ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহাম্মদ বাবুল জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
অভিযানে সহযোগিতায় ছিলেন ফুলছড়ি ও খুটাখালি বিটের বিট অফিসার, স্টাফ, হেডম্যান একদল ভিলেজার। তবে হাজারো একর ভুমি বেদখলে রয়েছে যা নিয়ন্ত্রনন করেছে কতিপয় প্রভাবশালী।