আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও শোলকাটা সরওয়ার জামাল নিজাম উচ্চ বিদ্যালয়ে (এস.জে.নিজাম) বার্ষিক পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত সপ্তাহে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি নাজনীন নিজাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আ.ন.ম নাজমুল উলা। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিউদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুর রউপ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নুতন শিক্ষা কারিকুলাম আর্ন্তজাতিক মানের শিক্ষা পদ্ধতি। দেশে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে বিশ^মানের এই শিক্ষা পদ্ধতি বিশেষ ভুমিকা রাখবে। আমাদের ছেলেরা বিশে^র যে কোন দেশে গিয়ে নিজেদের কর্তৃত্ব অর্জনেও স্বক্ষম হবে এই কারিকুলামের মাধ্যমে।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।