'বন্ধুত্বের টানে ছুটে আসা বন্ধুদের মহাবিশ্বয়, এসএসসি পঁচাশি ব্যাচ বন্ধুত্বের বিজয়' প্রতিপাদ্যে মেগা গেট টুগেদার পালন করেছে এসএসসি ৮৫ ব্যাচের বন্ধুরা। এ উপলক্ষে ৬ জানুয়ারি চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে গান ও কেক কাটার আয়োজন ছিল বেশ জমকালো। দীর্ঘদিন দূরে থাকা বন্ধুরা পরিচিত হয়েছে একে অপরের সঙ্গে। গড়ে তুলেছে ভালোবাসা-প্রীতির মেলবন্ধন। প্রয়াত বন্ধুদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। যারা ১৯৮৫ সালে এসএসসি পাস করেছে তাদের নিয়ে গড়ে উঠেছে বন্ধুত্বের মিলন মেলা ৮৫ গ্রুপ। দেশে, বিদেশে বিভিন্ন পেশাজীবির প্রায় ৫ হাজার জন সদস্য রয়েছে এই গ্রুপে। পারস্পারিক সহযোগিতা, সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেশে বিদেশে আবস্থানরত বন্ধুদের মিলন মেলায় পরিনত হয়েছে। গ্রুপের সদস্য যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা, সকল বন্ধু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। মেরিন ইঞ্জিনিয়ান ক্যপ্টেন আলমগীরের সঞ্চালনায় বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন, গ্রুপের আহ্বায়ক চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুর রহমান, সদস্য সচিব হাসিবুল আলম মাসুদ, আহ্বায়ক কমিটির সদস্য শামীমা ফেরদৌস মিলি, এস এম আবু সুফিয়ান, মাহমুদুল হক লাবন, ক্যাপ্টেন আলমগীর কবির, সালাহ্উদ্দিন মামুন, নোয়েল কাদের, কামরুন নাহার পারভীন, নিটোল শিকদার, মাহাবুব সোহেল, ইয়াসিন সেলিম, ফরহাদ আব্বাস, আবু সোলায়মান রানা, মোঃ আসিফুল হক চৌধুরী, মোঃ নাজমুল হুদা, রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম। আয়োজনে চট্টগ্রামের ৩৩১ জন, চৌদ্দগ্রামের ১০ জন, কুমিল্লার ২৮ জন, পিরোজপুর পটুয়াখালীর ২০ জন, ঢাকার ১৩ জন, রাঙ্গামাটির ৪ জন, নারায়গঞ্জের ৫ জনসহ দেশের ২৭ জেলার ১৭৫ স্কুল থেকে প্রায় সাড়ে চারশ জন বন্ধু উপস্থিত ছিলেন।