আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

এবারের নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: চুন্নু

ঢাকা অফিস : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩ ০৮:৪৫:০০ অপরাহ্ন | রাজনীতি

মাগুরা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এম.পি। এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় কমিটির অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা।

সম্মেলনে মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোছা. সেলিনা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখৎ, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মধু, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান অ্যাডভোকেট জহিরুল হক জহির, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক

সুমন আশরাফ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ।

এ সময় মাগুরা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুস সায়েফিন সাঈফের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাগুরা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু।

সম্মেলনে দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এম.পি বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপির রাজনীতিতে এদেশের মানুষ ভালো নেই। দেশের মানুষ বিকল্প সরকার চাই, বিকল্প দলকে ক্ষমতায় দেখতে চাই। বর্তমানে দেশের মানুষ জাতীয় পার্টির প্রতি আস্থা রাখতে চায়। এবারের নির্বাচনে ৩০০ টি আসনে জাতীয় পার্টি মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে।’

আগামী দুই বছরের জন্য মাগুরা জেলা জাতীয় পার্টি পরিচালনার দায়িত্ব যাদের দেয়া হবে, তা পরে জানিয়ে দেয়া হবে বলে সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।