আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১
রাউজানে জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন

এইচ এস সির ফলাফলে শীর্ষে চুয়েট স্কুল এন্ড কলেজ

এম কামাল উদ্দিন, রাউজান: | প্রকাশের সময় : রবিবার ২৬ নভেম্বর ২০২৩ ১০:০৩:০০ অপরাহ্ন | শিক্ষা

রাউজানের চুয়েট স্কুল এন্ড কলেজ প্রতি বারের মত ভাল ফলাফল করেছে। ১৪টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই হাজার আটশত জন  ছাত্রছাত্রী। এরমধ্যে এক হাজার সাত শত ৯৮ জন পাশ করেছে। জিপিএ-৫ কৃতিত্ব অর্জন করেছে ৮৯জন শিক্ষার্থী। পাশের হার ৬৪.২১ শতাংশ। চুয়েট হতে দুই শত ২ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে ২শ জন। জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। ইমাম গাজ্জালী কলেজ থেকে তিনশত ২৯ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে একশত ৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। এছাড়া কদলপুর স্কুল এন্ড কলেজের ৪৬ জন পরীক্ষায় শিক্ষার্থীর মধ্য পাশ করেছে ৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। আশালতা কলেজের ৩৪ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে ২৯ জন। হযরত ইয়াসিন শাহ পাবলিক কলেজ থেকে ৭৯ জন পরীক্ষায় শিক্ষার্থীর মধ্য পাশ করেছে ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। গহিরা কলেজ থেকে একশত ৭৬ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে একশত ২০ জন। রাউজান সরকারি কলেজ থেকে আটশত ২১ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে পাঁচশত ২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। হাজী বাদশা মাবেয়া কলেজ থেকে ৬৭ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে ৩৯ জন। কুন্ডেশ্বরী গার্লস কলেজ থেকে ৮৭ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে ৫০ জন। নোয়াপাড়া কলেজ থেকে আটশত ১৫ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে চারশত ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। অগ্রসর গার্লস কলেজ থেকে ৭৬ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে ৪৩ জন। দেওয়ানপুর এস.কে. সেন স্কুল এন্ড কলেজ থেকে ৪৩ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে ২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ থেকে ১০ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে ৫ জন। পিছিয়ে আছে উপজেলার বিনাজুরী ইউনিয়নের নবীন স্কুল এন্ড কলেজ। ১৫ জন শিক্ষার্থীর মধ্য পাশ করেছে মাত্র ৩ জন।