আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

উত্তর ফটিকছড়ি উপজেলা গঠনে দাঁতমারায় গণশুনানি

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৮ মে ২০২৩ ০৬:৫৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা ফটিকছড়ির উত্তরাঞ্চলের ৫টি ইউনিয়ন নিয়ে "ফটিকছড়ি উত্তর" নামে নতুন উপজেলা গঠনকল্পে দাঁতমারা ইউনিয়নের সর্বস্তররের মানুষের অংশগ্রহণে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ৭ মে(রবিবার) বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ গণশুনানি। প্রায় অর্ধশত নানা শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বিশাল গণশুনানিতে মতামত ব্যক্ত করেন এবং শত বছরের বঞ্চনার গ্লানি তুলে ধরেন তারা। দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স মাঠে আয়োজিত এ বিশাল গণশুনানীতে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম। প্রধান অতিথি হিসেবে শুনানি গ্ৰহণ করেন, ফটিকছড়ির ইউএনও মোঃ সাব্বির রাহমান সানি। বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর ফটিকছড়ি সমিতির চেয়ারম্যান হেলাল মোহাম্মদ নূরী। গণশুনানি সংক্রান্ত সূচনা বক্তব্য রাখেন ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী। ইউনিয়ন আ'লীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম ও আ'লীগ নেতা কামরুজ্জামান কমলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ আল কাদেরী, সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ জাফর চৌধুরী শাহীন, উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের আহ্বায়ক ওসমান গণি মজুমদার, আওয়ামী লীগ নেতা বেলাল মোহাম্মদ নূরী, মুজিবুল হক মজুমদার, মোঃ নুরুল আলম, ওবায়দুল হক কন্ট্রাক্টর, ইসমাইল মজুমদার, জাতীয় পার্টি নেতা মোঃ আবছার উদ্দিন, শিক্ষাবিদ অধ্যাপক শিহাব উদ্দিন, মেহেদী হাসান, অ্যাডভোকেট মিজান উদ্দিন, সাইফুদ্দীন সোহেল, মিহির কুমার দে, বিএনপি নেতা নেতা মোঃ বেলাল হোসেন, মোঃ নুরুল আমিন, প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলী, কৃষক লীগ নেতা নুরুল আমিন, ওলামা পরিষদ নেতা মাওলানা মাহবুবুর রহমান, বনানী ডিগ্ৰী কলেজ প্রভাষক শাহজাদী নীলা, মাধ্যমিক শিক্ষক নেতা প্রধান শিক্ষক বখতেয়ার উদ্দিন বকুল, প্রাথমিক শিক্ষক নেত্রী মাস্টার রহিমা বেগম প্রমূখ। গণশুনানিতে সর্বস্তরের জনতা সমস্বরে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনে সমর্থন ব্যক্ত করেন এবং যৌক্তিক ও ন্যায্যতার ভিত্তিতে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকায় এ নব সৃজনতব্য উপজেলার সদর দপ্তর স্থাপনের জোর দাবি জানান।