বাংলাদেশ ছাত্রলীগের উত্তর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিত, অছাত্র ও খুনের মামলার আসামীদের স্থান দেয়ার দাবী করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে ফটিকছড়িতে। পহেলা আগষ্ট (সোমবার) বিকেলে তৃনমুল ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি ফটিকছড়ি সদরের প্রধান সড়ক পদক্ষিণ করে বাস ষ্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ ববির সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগের সহ সম্পাদক তারেক হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ এর অর্থ বিষয়ক সম্পাদক সাকিব চৌধুরী, পৌরসভা ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফ, সহ-সম্পাদক সাগর, পৌরসভা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এরশাদ সিকদার, প্রচার সম্পাদক তাহের, ক্রীড়া সম্পাদক দিহান, পাইন্দং ইউনিয়ন ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ইহান, সহ সম্পাদক শেখ আরমান, ছাত্রলীগ নেতা আমির, রফিক,নিশু,মারুফ,মান্না সহ আরো অনেকেই।
প্রতিবাদ সভায় বক্তারা বিবাহিত, অছাত্র, খুনের মামলার আসামীদের আর্থিক লেনদেনের মাধ্যমে স্থান দিয়েছে বলে দাবী করেন। তারা ফটিকছড়ির বেশ কয়েকজন বিবাহিতদের নাম উল্লেখ করেন।
এদিকে প্রতিবাদ মিছিল চলাকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।