আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কালারমারছড়া উপশাখা শুভ উদ্বোধন

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ জানুয়ারী ২০২৪ ০৪:৪৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কালারমারছড়া উপশাখা শুভ উদ্বোধন হয়েছে। ১৬ই জানুয়ারী সকাল সাড়ে ১০টায় এম.করিম কমপ্লেক্স ২য় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মহেশখালী শাখার এফএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ হাসানুদ্দীনের সভাপতিত্বে কালারমারছড়া উপশাখার এ্যাসিস্ট্যান্ট অফিসার মুহাম্মদ ছমির উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কালারমারছড়া উপশাখার ইনচার্জ মাহবুব আলম। প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার শাখা প্রধান মুহাম্মদ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক, মহেশখালী বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমেদ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সদস্য সরওয়ার কামাল।  ভার্চুয়ালে ব্যাংক শুভ উদ্বোধন করেন- ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মনিরুল মওলা। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক পিএলসি মহেশখালীর প্রতিটি শাখার কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।