আজ শুক্রবার ৩ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

ইলা'র সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ জানুয়ারী ২০২৩ ০২:৫৪:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

 

ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। খাওয়া দাওয়া পোষাক-পরিধান সবদিক থেকে শীতকাল অন্যতম। শীতকালে পিঠার আয়োজন করা হবে না তা কি হয়? সেই পিঠা খাওয়ার আয়োজন সহ কীর্তিমান সদস্যদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন অনুসদের সাবেক ছাত্রদের জনপ্রিয় সংগঠন আইআইইউসি ল' অ্যালামনাই এসোসিয়েশন(ইলা) । ইলা'র আয়োজনে নগরের একটি অভিজাত কনভেনশন সেন্টারে ২৯ শে জানুয়ারি ২০২৩ ইং তারিখে এই সংবর্ধনা অনুষ্ঠান, পিঠা উৎসব ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের সংবর্ধনা অনুষ্ঠানে এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন নয়ন এর সঞ্চালনায় ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন অনুষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মঞ্জুর হোসেন পাটোয়ারী, আইন অনুষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ রিদোয়ান গনি, আইন অনুসদের সহকারী অধ্যাপক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন, আইন অনুষদের প্রথম ব্যাচের ছাত্র ও অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হোসাইন আল আসকারী, এসোসিয়েশনের সভাপতি ও আইন অনুষদের প্রথম ব্যাচের ছাত্র অ্যাডভোকেট মাহবুবুল হাসান আনু, এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ মোঃ শওকত, সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফুল হক আনসারী জুয়েল, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ শাহরিয়ার হোসেন, সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আরশাদুল ইসলাম সুমন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড জুয়েল দাশ, অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ন সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আলী আকবর সানজিক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড শফিকুল আলম লিটন, অ্যাড মোঃ লোকমান,অ্যাড এনামুল হক , অ্যাড মোহাম্মদ মোস্তফা কামাল, অ্যাড মাহমুদুল হাসান সুমন , অ্যাড নাসির উদ্দীন রুবেল, অ্যাড মোহাম্মদ আলী ইয়াসিন সহ আরো অন্যান্য সিনিয়র অ্যালামনাইবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে আইন অনুসদের সাবেক ছাত্র ও অ্যাসোসিয়েশনের সদস্যগণের মধ্যে যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগ কর্তৃক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন যথাক্রমে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত অ্যাডভোকেট সাইফুল্লাহ চৌধুরী নয়ন, অ্যাডভোকেট দিদার আলম, অ্যাডভোকেট দিদারুল ইসলাম, সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত অ্যাডভোকেট আরশাদুল ইসলাম সুমন, অ্যডভোকেট সঞ্জীব কুমার ধর, অ্যাডভোকেট এমরান নাঈম এবং যারা দেশ-বিদেশে বিভিন্ন কার্যক্রমে সম্মানজনক অবদান রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান আবৃত্তিকার অ্যাডভোকেট মোঃ মুজাহিদুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক অঙ্গন থেকে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অ্যাডভোকেট মোঃ হাসান আলী রুমান, বাংলাদেশ ভারত ও নেপালের তিনটি মানবাধিকার সংস্থা কর্তৃক ঢাকায় আয়োজিত গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড-২০২৩ প্রাপ্ত অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুকে সংবর্ধিত করা হয় । অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হোসেন নয়ন ও অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় ও অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল হাসান আনুর সভাপতিত্বে এসোসিয়েশনের সদস্য গণের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অর্থ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফুল হক আনসারী জুয়েল, এসোসিয়েশনের সদস্য জেলা আইনজীবী সমিতির প্রথম ক্রীড়া সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী অ্যাডভোকেট মোহাম্মদ জাহেদ হোসেন, অ্যাডভোকেট সাজ্জাদ কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট মিঠুন দাশকে এসোসিয়েশনের নবীন প্রবীণ সদস্যগণের মাঝে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের তৃতীয় পর্বে উপস্থিত সকল সদস্যদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠান বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক অ্যাডভোকেট এস এম রেজাউল করিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কাইমুল ইসলাম শাকিব, সহ সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সামী, সহ অর্থ সম্পাদক অ্যাডভোকেট তানজিরুল মোস্তফা নিরু, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন,অ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলাম, অ্যডভোকেট আবদুল্লাহ আল ফারুক।


সবচেয়ে জনপ্রিয়