আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩দিন ব্যাপী বার্ষিক ত্রুীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ই ফেব্রুয়ারী সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক এমরান সরোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনুছখালী নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম কুদ্দুস চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- ৩নং ওয়ার্ডের  মেম্বার মোঃ সেলিম, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ফেরদৌস আহমেদ বাবুল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর মহেশখালী কক্সবাজারের মৎস্য প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম  অভিভাবক সদস্য আব্দুল কুদ্দুস, রফিক উদ্দিন প্রমুখ। অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক সহ পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।