বাঁশখালী উপজেলা যুবলীগের আহবায়ক হলেন উপকূলের সন্তান চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম। গতকাল রবিবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর এই কমিটি অনুমোদন দেন। এর আগে গত নভেম্বর মাসের শুরুতে এই কমিটি ঘোষণার কথা থাকলেও নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় তা স্থগিত হয়ে যায়। কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন শাহাদাত রশীদ চৌধুরী, জসীম উদ্দিন চৌধুরী খোকন, আরিফ মাইনুদ্দীন ও সেলিম উদ্দিন চৌধুরী।
তাছাড়া সদস্য হয়েছেন আতাউর রহমান চৌধুরী, মো. শাহাদাত হোসেন, খোরশেদ আলম পাশা, আবদুল অদুদ লেদু, জাহেদুল আলম মিজান, মো. জামাল উদ্দিন, মো. মনসুর আলম, আবদুল জব্বার, মুজিবুল আলম মুজিব, মিশুক কান্তি দে, বেলাল সিকদার, মাহমুদুল ইসলাম বদি, ওসমান গনী, মো. এরশাদ, বখতেয়ার উদ্দীন চৌধুরী, আইনুল ইসলাম ইফতেখার, গিয়াস উদ্দিন, আজমিরুল ইসলাম চৌধুরী, সাদ্দাম হোসাইন, মহসিন সিরাজ, রায়হানুল হক চৌধুরী, মিজানুর রহমান বাবুল, জহির উদ্দিন বাবর, মাইনুদ্দীন হাসান চৌধুরী, সনেট দাশ ও মো. নোমান।
বাঁশখালী উপজেলা যুবলীগের আহবায়ক বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের মৃত্যুতে বাঁশখালী উপজেলা যুবলীগের আহবায়ক পদটি শুন্য হয়। শুন্য পদে বেশ কয়েকজনের নাম আলোচনায় থাকলেও শেষ পযর্ন্ত ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত সাবেক ছাত্র নেতা ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রামকেই যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব দেন জেলা যুবলীগ।
উল্লেখ্য, অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রাম ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৯২ সালে সিটি কলেজ ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব পালন করেন। সে সময় তিনি জেল জুলুমসহ বিভিন্ন নির্যাতনেরও শিকার হন। এদিকে নব নির্বাচিত উপজেলা যুবলীগের কমিটিকে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
ছবি ক্যাপশন (১) অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, শাহাদাত রশিদ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী খোকন, আরিফ মঈনুদ্দিন, সেলিম উদ্দিন চৌধুরী, সদস্য আবদুল অদুদ লেদু, মনসুর আলম, আবদুল জব্বার, রায়হানুল হক চৌধুরী, মোহাম্মদ নোমান, বখতেয়ার উদ্দিন করিম, বেলাল উদ্দিন, জহির উদ্দীন বাবর