আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

আরব আভিজাত্যের ছোঁয়ায় ‘রয়েল সাউদ’

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৪:৫৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

পর্যটন শহর কক্সবাজারে যুক্ত হলো অনন্য সুন্দর একটি প্রতিষ্ঠান এযেন দেশের মাটিতে আরব আভিজাত্যের ছোঁয়ারয়েল সাউদনামের এই রুচিশীল প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে ঐতিহ্যবাহী বদরমোকাম জামে মসজিদের পাশে গড়ে উঠা এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন দোকানের কর্ণধার হান্নান সাউদ গর্ভধারিণী মা রাহেলা বেগম মায়ের হাত দিয়েই ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের বিষয়টি ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক সাড়া জাগিয়েছে রয়েল সাউদে গিয়ে দেখা গেছে, মাঝারি সাইজের একটি শো-রুম তাতেই চোখ ধাঁধানো কারুকাজ আর অনিন্দ্য সুন্দর রকমারি ডিজাইন ছোট্ট রুমের যেদিকে চোখ যায়, পলক নাড়ানো দায়! শো-রুমে শোভা পাচ্ছে ব্রান্ডিং নানান রকমের পণ্যের সমাহার বিশেষ করে টুপি, জায়নামায, কপি গাহওয়াহ কাপ, কুরআন, রিয়াল, খেজুর, বডি স্প্রে, আতরসহ আরব আভিজাত্যের হরেক রকমের পণ্য এছাড়া পান্জাবী, ঘড়ি, আংটি, বাটি, টি-সেটসহ নানান আসবাবপত্র রুচিশীলতার অপূর্ব সমন্বয় ঘটেছে প্রতিটি পণ্যে রোমান্টিক বিকালের উদ্বোধনী অনুষ্ঠানটি আলোর বিচ্ছুরণ, সারি সারি বেলুনের অভ্যর্থনা গেইট, খেজুর খাইয়ে আপ্যায়নসহ উপস্থিত সকলের কোলাহলে হয়ে উঠে আরও রোমান্টিক যা দেখে অভিভূত হন উপস্থিত সবাই দোকানের স্বত্ত্বাধিকারী হান্নান সাউদ জানান, স্থানীয় রুচিশীল মানুষের পাশাপাশি পর্যটকদের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি খোলা হয়েছে প্রতিষ্ঠানে ইসলামিক ধারার পণ্যের অগ্রাধিকার থাকবে দেশীয় পণ্য ছাড়াও বিদেশী বিভিন্ন পণ্য মজুদ করে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ করা হবে বলেও জানান তিনি রয়েল সাউদ কেবল একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি পর্যটন শিল্পে নতুন একটি সংযোজনও কক্সবাজারে আগত পর্যটকরা প্রতিষ্ঠানটি দেখে মুগ্ধ হবেন বলে মনে করছেন দর্শনার্থী ক্রেতারা