আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উপ নির্বাচনে বুধবার(১৫ জুন) সকাল ৯ টা থেকে ভোট গ্রহন চলছে। তবে ৪ টি কেন্দ্র ঘুরে প্রশাসনের কর্মকর্তা ছাড়া ভোটারের উপস্থিতি কোথাও দেখা যায়নি।
সরেজমিনে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রমজান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল ৯ টা ২০ মিনিট পর্যন্ত এ কেন্দ্রে কোন ভোটারের উপস্থিতি দেখা যায়নি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ারুল কাদের জানান, নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী এজেন্ট বা প্রতিনিধি দেয়নি। ৩ নং ওয়ার্ড
কৈখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র। এ কেন্দ্রে সকাল ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত কোন ভোটারের উপস্থিতি দেখা যায়নি। প্রিজাইডিং অফিসার সিরাজুল মাওলা জানান এ কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট ছাড়া বাকীরা পোলিং এজেন্ট ফরম নেয়নি। এ কেন্দ্রে ভোট পড়েছে ৩ টি। ৫ নং ওয়ার্ডের মাহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা পর্যন্ত ৩ ভোট পড়েছে বলে প্রিজাইডিং অফিসার দিলীপ কুমার সরকার জানান। এসময় কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি দেখা গেলেও ভোট পড়েনি। অন্যদিকে ৯ নং ওয়ার্ডের ওষখাইন ইউসুফ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ২ ভোট গ্রহন করা হয়েছে বলে জানাযায়। প্রিজাইডিং অফিসার মো. আকিমুল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৬৩৭, তৎমধ্যে পুরুষ ১৩৬৬ এবং মহিলা ১২৭১ জন। কেন্দ্রে নৌকা ছাড়া কোন প্রার্থীর এজেন্টের দেখা মেলেনি।
জানাযায়, পরৈকোড়া ইউনিয়নের উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া আরো ৫ স্বতন্ত্র প্রার্থী রয়েছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য এসব প্রার্থীরা সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দাবী জানিয়ে আসছে। গত সোমবার বিকালে স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হলে আওয়ামীলীগের বেশ কিছু নেতা কর্মী আহত হয়। এই ঘটনার পর আনোয়ারা থানায় দুই শতাধিক লোককে আসামী করে ৪ টি মামলা দায়ের করলে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। এবং নির্বাচনের আগের রাতে ধরপাকড় শুরু করে। স্থানীয়রা জানায়, নির্বাচনী সংহিসতা ও পরবর্তিতে মামলার কারনে সাধারণ ভোটাররা ভোট দিকে যাচ্ছেনা। তবে প্রতিটি কেন্দ্রে কিছু বহিরাগতদের উপস্থিতি লক্ষ্যকরা যায়।