আনোয়ারায় পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের আর. রহমান বেকারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন ও কালাবিবির দিঘি এলাকায় জেসি ফুড প্রোডাক্ট লিমিটেড নামের একটি কারখানায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্মকর্তা ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, পচা-নষ্ট উপাদান দিয়ে খাবার তৈরি করায় আর রহমান বেকারিকে ৫০ হাজার টাকা ও জেসি ফুড প্রোডাক্ট লিমিটেডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১৫০ কেজি বেকারি পণ্য জব্দ করা হয়।জব্দকৃত পণ্য মৎস্য চাষিদের মাঝে বিতরণ করা হয়।