আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় সাত প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ ০৭:৫৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের পক্ষ থেকে সাত প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। বৃহস্পতিবার(২১ মার্চ) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এসব হুইল চেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রিজোয়ান উদ্দিন,সহকারী অফিসারমহসিন আলম, সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন বলেন, উপজেলার বিভিন্ন বয়সের অসহায় সাতজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। তাদেরকে প্রতিবন্ধী ভাতাও দেওয়া হয়।