বীর মুক্তিযোদ্ধা, সুবিধাবঞ্চিত নাগরিক, মসজিদের ইমাম, বিশেষ চাহিদাসম্পন্ন ও মন্দিরের পুরোহিত প্যাগোডার ভান্তে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য 'বিশেষ ডিসকাউন্ট কার্ড' চালু করেছেন শেভরণ আনোয়ারা শাখা। মঙ্গলবার দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। শেভরন আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান ও আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ।
শেভরনের পরিচালক মীর মোশাররফ হোসেন বলেন, শেভরন শুধু ব্যবসা নয় সেবা প্রদানেও অঙ্গিকারাবদ্ধ। বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত নাগরিক, মন্দিরের পুরোহিত প্যাগোডার ভান্তে,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী ছাড়াও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতি ইউনিয়নে ১০০ জনগনকে এ সেবার আওতায় আনা হবে।