“শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ'” এই প্রতিপাদ্য সামনে রেখে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চর ও উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্প বাস্তবায়নে আনোয়ারায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর)সকালে উপকূলীয় বন বিভাগের উদ্যোগে উপজেলার বারশত ইউনিয়নের পারকি এলাকা থেকে ১শ ৭৫ পরিবাররের মাঝে এ সব চারা বিতরণ করা হয়। এসময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, বন বিভাগের বন্দর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান, সদর রেঞ্জ কর্মকর্তা মো. আলমগীর কবিরসহ বিট কর্মকর্তা, বন্দর বিট, সদর রেঞ্জ ও উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চর ও উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্প বাস্তবায়নে ১ শ ৭৫ পরিবারের মাঝে ৩ হাজার ৫০০ চারা বিতরণ করা হয়। পরে একটি গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করা হয়।