আনোয়ারায় দুইটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার রুস্তম হাট এলাকার হাজী ইমাম শফিং সেন্টারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে জননী টেলিকম নামে একটি মোবাইলের দোকান সম্পন্ন ও মন্নান ক্লথ স্টোর নামে একটি কাপড়ের দোকান আংশিক পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সাত লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। ক্ষতিগ্রস্থ জননী মোবাইল টেলিকমের মালিক স্বপন কান্তি নাথ বলেন সকাল ৯ টায় আগুন লাগে, তবে আগুন কিভাবে লাগল জানিনা, আগুনে আমার দোকানের সব মোবাইল পুঁড়ে গেছে এতে সাড়ে ছয় লাখ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে। আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল হাসান বলেন ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্কশার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় বড় ধরণের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। জাহাঙ্গীর আলম ২০-১২-২০২২ ইং