আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : রবিবার ১৫ জানুয়ারী ২০২৩ ১০:৩১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার(১৫জানুয়ারী) বিকালে জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী। সদস্য সচিব অনুপম চক্রবর্তী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা হাফেজ আবুল হাসান কাশেম, মো মাহাফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান মাস্টার মো ইদ্রীস, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক মো. শফিউল আজম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এমএ মান্নান চৌধুরী বলেন যুবলীগ দেশের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন, আমাদের অভিভাবক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হাতকে শক্তিশালী করতে যুবলীগকে সংঘটিত করতে হবে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করেন।