আনোয়ারায় ৪৯ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা রবিবার(৪ সেপ্টেম্বর) সকালে উদ্বোধন করা হয়। পশ্চিমচাল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া শিক্ষক এনামুল হক, জাহাঙ্গীর আলম, নুরুল আমিন, আছমত আলী, নেজাম উদ্দিন, জগন্নাত দাশ,রাকিবুল ইসলাম, সমীর দাশ, আজিজ,শহীদুল্লাহ, খোকন নাথ ও কিশু শীল প্রমুখ। প্রতিযোগিতার প্রথম দিন ২৬ টি স্কুল ও ৮ টি মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আনোয়ারায় এ বছর ফুটবল, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।