আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : রবিবার ৭ জানুয়ারী ২০২৪ ০৯:২০:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
আনোয়ারা গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ টার দৃশ্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪। ভোটকেন্দ্র রয়েছে ১১৮ টি এবং ভোট কক্ষ রয়েছে ৮৩৩ টি।

সরেজমিনে বৈরাগ গুয়াপঞ্চক সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট সময়ের আগে ভোটাররা কেন্দ্রে এসে লাইন ধরে দাড়িয়ে আছে, পুরুষের পাশাপাশি মহিলা ভোটারের উপস্থিতিও চোখে পড়ার মতো। ৮ টা বাজার সাথে সাথে শুরু হয় ভোটগ্রহণ।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সজিব কুমার রুদ্র জানান, এ কেন্দ্রে বুথ রয়েছে ৫ টি, পুরুষ ভোটার ২৭০০ এবং মহিলা ভোটার ২৫৩০। সকাল ৮ টা ১০ মিনিট পর্যন্ত ১০ ভোট পড়েছে।

 

চট্টগ্রাম ১৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সাত জন। তাঁদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের বর্তমান ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা) জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী টিপু (লাঙ্গল), তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী সাদাদ ( সোনালী আঁশ), ইসলামী ফ্রন্টের মাস্টার আবুল হোসেন (মোমবাতি), ইসলামীক ফ্রন্টের স. ম হামেদ হোসাইন (চেয়ার) সুপ্রিম পার্টির (একতারা) ও ইসলামী আন্দোলনের মওলানা আবদুর রশিদ (বটগাছ)। তবে এ আসনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই।

 

ভোটার মো. ইলিয়াস বলেন, ব্যবসায়ীক কাজ থাকায় সকাল সকাল ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে ভাল লাগছে।