আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আধুনগর উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : শুক্রবার ২৮ এপ্রিল ২০২৩ ১০:৫১:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আধুনর উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয পরিচালনা কমিটির সভাপতি ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপু বড়–য়ার সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুল। গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো. এরফানুল করিম চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন মুহাম্মদ বশির, আধুনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. খোরশেদ আলম, সাবেক সদস্য মোহম্মদ আলী প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদায়ী শিক্ষার্থী শাহিদা আক্তার, আবদুর রহমান সাইমন। মানপত্র পাঠ করেন ফয়সাল হোসেন ইমন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেরাওয়াত করেন নাজমুশ সাকিব ইশমাম, গীতা পাঠ করেন অদ্রিতা ভট্টাচার্য ও ত্রিপিটক পাঠ করেন শীমলা বড়–য়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ছিদ্দিক আহমদ, আধুনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মাহবুবুর রহমান, অভিভাবক সদস্য জয়নুল আবেদীন জনু, ইয়াছিন আরফাত, হাসান মাহমুদ, মহিলা অভিভাবক সদস্য পারভীন আক্তার, শিক্ষক প্রতিনিধি আবদুস সালাম, ছলিম উল্লাহ, রুবি বড়–য়া, সাবেক পরিচালনা কমিটির সদস্য যিশু ভট্টাচার্য, সহ বিদ্যালয়ে সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, সংবর্ধিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।