আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

অসামাজিক কার্যকলাপ : ১৮ হোটেলের লাইসেন্স বাতিলের আবেদন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৪ জুলাই ২০২৩ ০৮:৪২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন হোটেলে টানা অভিযানের পরও থামানো যাচ্ছে না অসামাজিক কার্যকলাপ। এ অবস্থায় নিরুপায় হয়ে ১৮টি হোটেলের লাইসেন্স বাতিল করার জন্য জেলা প্রশাসকের (ডিসি) কাছে আবেদন করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির।

সাম্প্রতিক সময়ে তিনি এ আবেদন জানান।

লাইসেন্স বাতিলের আবেদন জানানো হোটেলগুলো হলো- হোটেল সিলভার ইন, হোটেল হিলটাউন আবাসিক, হোটেল গেইটওয়ে আবাসিক, হোটেল মেট্রো ইন, হোটেল গেস্ট ইন, ইকবাল বোডিং, হোটেল গণি আবাসিক, হোটেল ঢাকা আবাসিক, হোটেল ক্যামেলিয়া সাবেক হোটেল সম্রাট, হোটেল নেভাল আবাসিক, হোটেল কর্ণফুলী আবাসিক, হোটেল মুসলিম আবাসিক, হোটেল বিরাজ, হোটেল দরবার আবাসিক, হোটেল আদর আবাসিক, হোটেল লুসাই ইন, হোটেল সাউদিয়া ও হোটেল এস নাইট সাবেক সুপার গেস্ট হাউস।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, হোটেলগুলোতে প্রায় সময়ই আবাসিক রুম ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যক্রম পরিচালিত হয়। এগুলো থেকে বেশ কয়েকবার পতিতা ও খদ্দেরসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারপরও তাদের কর্মকাণ্ড না থামায় লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হয়েছে। 



সবচেয়ে জনপ্রিয়