গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা পরিষদ হলে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় দেশ ও জাতির স্বার্থে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বক্তাগণ এ আহবান জানান । বক্তাগণ বলেন সাতকানিয়া উপজেলার প্রায় সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ক্লিনিক গুলো বন্ধ থাকায় গর্ভবতি নারীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে । পৌরসভার সড়কগুলো অত্যাধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়কে দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত জরুরি ভিত্তিতে সড়কগুলো সংস্কার করা,সাতকানিয়া —চন্দনাইশ ও সাতকানিয়া — লোহাগাড়া সীমানা নির্দ্ধারণ করা, উপজেলা ও পৌর এলাকার চুরি,মাদকনির্মূলে কথায় নয় কার্যকর ভূমিকা নেয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়। চট্টগ্রাম —কক্সবাজার মহা—সড়কের ব্যস্ততম কেরানীহাট সহ সমগ্র সাতকানিয়া নিরাপদ সড়ক নিশ্চিত করা, শীতের ঘনকুয়াশাচ্ছ কালে রাতে পুলিশের পাহারার ব্যাবস্থা জোরদার করার অনুরোধ জানানো হয় । উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান, সহকারী কমিশনার ভূমি, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, আওয়ামী লীগের সহ—সভাপতি মাষ্টার ফরিদুল আলম, নুরুল আবচার চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা ও সভাপতি সৈয়দ মাহফুজ—উননবী খোকন, চেয়ারম্যানদের মধ্যে মাদার্শার আনম সেলিম উদ্দিন , এওচিয়ার , কেউচিয়ার, সদর ইউনিয়ন এর কাঞ্চনার, সদাহা, ধর্মপুর,সোনাকানিয়া, বক্তব্য রাখেন ।