আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

অন্যদের বাঁচাতে গিয়ে পদ্মা সেতুতে প্রাণ হারান সেই ২ যুবক!

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ ০৩:৫৫:০০ অপরাহ্ন | জাতীয়

পদ্মা সেতুতে উদ্বোধনের পরের দিন যান চলাচল শুরুর পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় দুই যুবক। প্রাথমিক কারণ হিসেবে বেপরোয়া গতিতে বাইক চালানোর কথা বলছিলেন সবাই।

তবে সম্প্রতি আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, শুধু দ্রুতগতির জন্য নয়, ব্যক্তিগত গাড়ি থামিয়ে সেতুর মাঝে কয়েকজন ছবি তোলার কারণেই এ দুর্ঘটনা ঘটে।  বুধবার (২৯ জুন) ফেসবুকে ছড়িয়ে পড়ে ১ মিনিট ১৪ সেকেন্ডের দ্বিতীয় এই ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যায়, সেতুর ওপর ছুটে চলছে দুটি মোটর সাইকেল।  দুর্ঘটনায় শিকার মোটরসাইকল ছাড়াও অপর মোটরসাইকলটির গতি বেশি ছিল। আর এরমধ্যে ডানে চলন্ত একটি কাভার্ডভ্যান ও বায়ে পার্ক করা ছিল ব্যক্তিগত গাড়ি। আর গাড়ির আরোহীরা সেতুর মাঝখানেই ছবি তুলছিলেন।  

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, যারা ওই সময় সেখানে দাঁড়িয়ে ছবি তুলছিলেন তাদের বাঁচাতে গিয়েই এ দুর্ঘটনায় প্রাণ হারান মোটরসাইকেল চালক ও অপর আরোহী।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন রোববার (২৬ জুন) যান চলাচল চালু করা করা হয়। রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

ওই দুর্ঘটনার জের ধরেই সেতু বিভাগ ২৬ জুন রাতেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।