চট্টগ্রামের চন্দনাইশে দক্ষিণ হাশিমপুরে দোহাজারীর সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবুল কাশেম লেদুর স্মৃতিধন্য ‘‘মেসার্স এম এ কাসেম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন’’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ৩ ডিসেম্বর ) ফিলিং স্টেশন প্রাঙ্গনে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, আরো বড় পরিসরে অত্যাধুনিক সুবিধাসমূহ নিয়ে, গুনগত মান ও সেবার প্রত্যয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্টানের অন্যতম কর্ণধার আলহাজ্ব লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। উক্ত অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ওসি আনোয়ার হোসেন, এ কে এম আকতার কামাল চৌধুরী, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, শামসুদ্দিন সওদাগর, এড. খোরশেদ বিন ইসহাক, আব্দুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, মনসুর আলী ফয়সাল, মোহাম্মদ সোলেয়মান, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও দলীয় নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার লোকজন। পাম্পের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ আহমদ হোসেন আল-কাদেরী এবং সবশেষে অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উল্লেখ্য দোহাজারী পৌরসভাধীন সাঙ্গু ব্রীজের পাশে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত পাম্পটির জায়গায় সরকারী প্রকল্প উন্নয়নের জন্য স্থানীয় এমপির অনুরোধে অমীমাংসিত পৈত্রিক সম্পত্তি ছেড়ে দিয়ে নতুন করে এই পাম্পটি স্থাপন করা হয়।