দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টা হতে সকাল ৯টা পর্যন্ত উপজেলরা উত্তর মাদার্শা হতে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। অভিযানের সত্যতা স্বীকার করে তিনি জানান, হালদায় জীব বৈচিত্র রক্ষা ও মা মাছের অবাধ বিচরণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।