আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানা ভুক্ত ৭ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া : | প্রকাশের সময় : সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এএসআই মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত মোঃ সালা উদ্দিন,মোঃ সোহেল,ও মোঃ মনির আহাম্মদকে প্রত্যেকের নিজ নিজ বাড়ি হইতে গ্ৰেফতার করা হয়। তারা সকলেই চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার খাগরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। মোঃ সালা উদ্দিন হলেন ১নং ওয়ার্ড উত্তর পাড়ার মোঃ আলা উদ্দিনের ছেলে। মোঃ সোহেল হলেন ৪নং ওয়ার্ড লিয়াকত মেম্বারের বাড়ীর আলী আহমদের ছেলে। মোঃ মনির আহাম্মদ হলেন ৪নংওয়ার্ড জুনিরবর বাড়ীর মৃত ছিদ্দিক আহমদের ছেলে।এএসআই মানিক শর্মা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত মোঃ মোরশেদকে তাহার নিজ বাড়ি হইতে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার নলুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডৈর আব্দুছ ছালামের ছেলে।

এএসআই নিজাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত মাইন উদ্দিন ছোটনকে গ্ৰেফতার করে। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার পৌরসভা ২নং ওয়ার্ড সামিয়ার পাড়ার মোঃ ইলিয়াছের ছেলে।এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত মোঃ শফিকে গ্ৰেফতার করে। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার চরতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম দুরদুরীর মৃত হায়দার আলীর ছেলে ।

সাতকানিয়া থানার অন্তর্গত ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মোঃ আবুল খায়ের সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাজাপরোয়ানা প্রাপ্ত রিদোয়ান হোসেনকে নিজ বাড়ি হইতে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।