আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে ক্যারিয়ার কনফিগারেশন ও শিক্ষা উপকরণ বিতরণ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ০৭:৪৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজ পড়ুয়া সন্দ্বীপের শিক্ষার্থীদের সংগঠন  সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের ক্যারিয়ার কনফিগারেশন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ২৩ নভেম্বর শনিবার  মগধরা স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। 

 

সংগঠনের  সভাপতি আশেক এলাহীর সভাপতিত্বে এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর পরিচালক ড.দিদারুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রাজউক  উত্তরা মডেল কলেজ এর সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনোয়ারুল কবীর,  মগধরা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ দিদারুল আলম,আহসান জামিল টেকনিক্যাল সেন্টার এর অধ্যক্ষ ইন্জিনিয়ার কামরুল হাসান, ইসলামী ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যাবস্হাপক কামরুজ্জামান, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, 

 সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান সেলিম, সাধারণ সম্পাদক প্রভাষক দেলোয়ার হোসেন সাইদ,   সংগঠনের সাবেক সভাপতি ও বিওডি চেয়ারম্যান মো: মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মগধরা স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাকিবুল মাওলা। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের কে বিভিন্ন রকমের শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়। এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।