সন্দ্বীপ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ ' মার্চ) দুপুর ১ টার দিকে পশ্চিম মাইটভাংগা ২ নং ওয়ার্ড খাল পাড় থেকে মাটির উপর চাপা পড়া থাকা অবস্থায় এ লাশ উদ্ধার করা হয় বলে জানান সন্দ্বীপ থানার এসআই মাঈন উদ্দীন। তিনি বলেন, লাশের পরিচয় জানা যায়নি। ধারনা করা হচ্ছে জোয়ারের পানিতে ভেসে আসতে পারে। ২/৩ দিন পূর্বে মারা গেছে। লাশের অবস্থা খুবই খারাপ। চেনার উপায় নেই।
সন্দ্বীপ থানার বরাত দিয়ে জানা যায় লাশটির আনুমানিক বয়স ৪০ বছর, লিঙ্গ পুরুষ, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং বিক্রিত বুঝা যাচ্ছে না, মুখমন্ডল গোলাকার, চুল কালো, দাড়ি গোফ নেই,
প্রত্যক্ষদর্শী সংবাদদাতা মুছাপুর ৪ নং ওয়ার্ড ভুলাই বাড়ির মোঃ ইউছুপের পুত্র মোঃ আবদুর রহিম (২৯), জানান মাইটভাংগা ২ নং ওয়ার্ডে দুপুর ১ টার সময় একটি লাশ সাগরের পানিতে ভেসে পড়ে আঝে মুছাপুর মুজিব কিল্লার উত্তর পাশে খাল পাড়ে লাশটিকে দেখতে পেয়েছি। গন্ধে পাশে যাওয়া যায় না। লাশ থেকে দূরে কিছু জামা কাপড়ও আছে। সংবাদদাতা সন্দ্বীপ থানায় উপস্থিত হয়ে অজ্ঞাত নামা পুরুষ ব্যাক্তির অপমৃত্যু সংবাদ পুলিশ কে প্রদান করেন। এ ব্যাপারে সন্দ্বীপ থানায় অপমৃত্যু একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ০৩/২৪।সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, খবর পেযে ঘটনাস্থলে পুলিশের টিম পাটিয়েছি। পোস্টমর্টেম করা হবে। পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত হিসেবে দাফন করা হবে।