নিজস্ব প্রতিবেদক :
ঐতিহাসিক ১৭ই মে গণতন্ত্রের মানসকন্যা,বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, চট্টগ্রামের সকল শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগঠক ফারহান ইফতেখার এর সভাপতিত্বে এবং অস্তিম মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এর এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস এম রাশেদ চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৮১ সালের ১৭ই মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশের নিপীড়িত সাধারণ মানুষের ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজ মাতৃভূমিতে ফিরে এসেছিলেন। সেদিন তিনি এসেছিলেন বলেই বাংলার মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছিলো, উনার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সঞ্জয় মহাজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এড. পার্থ নন্দী, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক সৌরভ দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ইখতিয়ার উদ্দীন আরাফাত, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবুল হাসনাত তালুকদার, কোতোয়ালি থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক অস্মিত চক্রবর্তী(অমিত), মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সিটি কলেজ ছাত্রলীগের সদস্য তাহসিন আকবর।
এছাড়াও অন্যান্যদের মধ্যে সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা প্রমিত মহাজন, মহিউদ্দিন রায়হান, ইফতেখার ইফতি, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা পাপ্পু সরকার, আইআইইউসি ছাত্রলীগ নেতা রুপায়ন আচার্য্য, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শান্তু দাশ, ছাত্রলীগ নেতা তানভীর হামিদ চৌধুরী, রিয়াদ নিলয় সহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।