আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রুমায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ৭ই মার্চ পালিত

মংহাইথুই মারমা, রুমা (বান্দরবান) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ মার্চ ২০২৪ ০৪:৪০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

আজ ৭ই মার্চ,বঙ্গবন্ধু ভাষণের মাস। “ঐতিহাসিক ৭মার্চ-২৪” উদযাপনকে সাফল্য করার জন্য প্রাথমিক স্কুল পযার্য় ও উচ্চ মাধ্যমিক পযার্য়ে ক-গ্রুপ, খ-গ্রুপ ও গ-গ্রুপ ভিত্তিক ভাগ করে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তারই ধারাবাহিকতা উপজেলা হল রুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদে আয়োজন করা হয়।

 

আজ বৃহস্পতিবার(৭মার্চ) দুপুর বারোটা দিকে বান্দরবানের রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানের পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা দেবব্রত বড়ুয়া’র সংঞ্চালনায় রুমা উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী কর্মর্কতা মো.দিদারুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা। বিশেষ অতিথি ছিলেন, কৃষি বিভাগের কর্মকর্তা রাকিব জুবায়েতসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তা,দৈনিক আমার সংবাদ ও দৈনিক সাঙ্গু পত্রিকার সাংবাদিক মংহাইথুই মারমাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।

 

পরে আলোচনা সভার শেষে কুইজ, চিত্রাংকন ও ভাষণ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী স্থানকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরষ্কার তুলে দেন।