আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রুমায় উপজেলা পরিষদসহ ইউএনও বাসভবন নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন মোতায়েন

মংহাইথুই মারমা, রুমা (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৫ এপ্রিল ২০২৪ ০৯:২১:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

সাম্প্রতিক বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ১৭ ঘন্টার ব্যবধানে ০৩টি ব্যাংক ডাকাতির পর বান্দরবান পার্বত্য জেলাধীন ০৭টি উপজেলায় উপজেলা পরিষদ চত্ত্বর ও ইউএনও বাসভনের নিরাপত্তার জন্য ১০ জন করে সাধারন আনসারের পাশাপাশি ৬ জন করে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

 

আজ সোমববার (১৫ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ এলাকায় বিভিন্ন স্থানে দেখা মিলে আনসার ব্যাটালিয়ন সদস্যদের।

 

সরেজমিনে দেখা মিলে, উপজেলা পরিষদ চত্বর ও ইউএনও বাসভবনের নিরাপত্তার দায়িত্বে আনসার ব্যাটালিয়ন ও সাধারণ আনসার সদস্যরা পেশাদায়িত্বে পালন করে যাচ্ছে।

 

এ বিষয়ে রুমা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্তকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত ব্যাংক ডাকাতির পর থেকে গত ১০ই এপ্রিল থেকে যৌথ আনসার সদস্যরা নিরাপত্তার জন্য মোতায়েনের অব্যাহত রেখেছে।

তিনি আরো জানান, সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে।