আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রামুতে ৪টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষাণা

কামাল শিশির, রামু : | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ মার্চ ২০২৪ ০৭:০২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার রামু উপজেলার ৪টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা অনুষ্ঠান ৫ মার্চ  সকাল ১০ ঘটিকায় উপজেলার অফিসার্স ক্লাব  প্রাঙ্গনে রামু উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

 

ওয়ার্ল্ড ভিশন ও বিএনকেএস, রামু উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রামু উপজেলার ৪টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণাকৃত পূর্ব বোমাংখিল গ্রাম (গর্জনিয়া), গুচ্ছগ্রাম -সিকদার পাড়া (জোয়ারিয়ানালা), হাইস্কুল পাড়া ছোট জামছড়ি - ৪নং (কচ্ছপিয়া),উক্তর হাইটুপী গ্রাম( ফতেখাঁরকুল)কে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করার মধ্য দিয়ে রামু উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কল্পে কাজ করে যাচ্ছেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশন সার্বকনিক সদস্য মোঃ সেলিম রেজা, জাতীয় মানবাধিকার কমিশন, সচিব সেবাস্টিন রেমা, ওয়ার্ল্ড ভিশন, সিনিয়র ডিরেক্টর অপারেশন্স চন্দন জেড গমেজ, উপজেলা  পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আফসানা জেসমিন পপি, ওয়ার্ল্ড  ডেপুটি ডিরেক্টর মন্জু মারিয়া পালা, বলি পাড়া নারীপাড়া  নারী কল্যান সমিতি। 

 

রামু থানা অফিসার ইনচার্জ ওসি আবু তাহের দেওয়ান, রামু জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, বিআরডিবির অফিসার মহি উদ্দিন শরীফ, রামু উপজেলা প্রকৌশলী মন্জুর হাসান ভূইয়া, যুব উন্নয়ন অফিসার নুরে আলম মজুমদার, মহিলা বিযয়ক অফিসার উম্মে সুরাইয়া আমিন, বিশিষ্ট শিল্পী ও পূর্ব বোমাংখীল গ্রামের  সভাপতি মোঃ ইস্কান্দার মির্জা।