নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে আবারো গোলাগুলি ঘটনা ঘটছে।
শনিবার রাত ৮ টা ৫০ মিনিট থেকে এ সংবাদ অবধি রাত সাড়ে ৯ টা পর্যন্ত কম হলেও শতাধিক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর আগে শুক্রবার রাত সোয়া ২ টা থেকে টানা শত রাউন্ড গুলির আওয়াজ শুনেছেন তারা।
তবে এ গোলাগুলি মিয়ানমার জান্তা বাহিনীর হাতছাড়া আরকান আর্মির নিয়ন্ত্রিত তুমব্রু রাইট ক্যাম্প থেকে গুলি ছুড়া হলে প্রতিপক্ষ অপর বিদ্রোহী তাদের উপর পাল্টা গুলি চালায়। তাদের মধ্যে স্খানীয় শহীদুল্লাহ্, ছৈয়দ আকবর ও বদিউল আলম অন্যতম।
তারা আরো জানান,শনিবার সকাল সাড়ে ৮ টায়ও তারা বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ শুনতে পান তেতুলতলা,পশ্চিম তুমব্রু, ক্যাম্প পাড়া ও তুমব্রু বাজার পাড়াসহ আশপাশেন সকলে।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, আবরো গোলাগুলির শব্দে আতংকিত হয়ে পড়ে তার এলাকার
হাজারো মানুষ।