কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় মোখা। বর্তমানে মোখার পেছনের অংশ বাংলাদেশ উপকূলে রয়েছে। মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করার পরই রাতের মধ্যে কক্সবাজারসহ অন্যান্য বন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে ফেলা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৪ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সেন্টমার্টিনে দুপুর আড়াইটার সময় ঘূর্ণিঝড় মোখার সর্বোচ্চ ১৪৭ কিলোমিটার গতিবেগ রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ রাতেই মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হবে। কাল যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, তখন সিগন্যাল তুলে নেওয়া হতে পারে। মূলত পরিস্থিতি ফেভার করলে সিগন্যাল কমানো হবে। তা না হলে থাকবে।’
নাজমুল হক আরও বলেন, ‘মোখার মূল অংশ মিয়ানমারে চলে গেছে। তবে দেশের উপকূলে এর প্রভাব থাকবে। যেমন এর প্রভাবে বৃষ্টিপাত হবে। মানে মোখা দুর্বল হলেও আগামী কয়েকদিন এর প্রভাবে বৃষ্টিপাত হবে। আজ রাতে ঢাকাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে আগামী দুই থেকে তিনদিন ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ সারাদেশের অনেক জায়গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানান তিনি।’
এদিকে বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে আছড়ে পড়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মিয়ানমারে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন।
মিয়ানমারের উপকূলে শক্তিশালী এই ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে হাজার হাজার মানুষ মঠ, প্যাগোডা এবং স্কুলে আশ্রয় নিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি) বলেছে, রাখাইনে ঘূর্ণিঝড় মোখার আঘাতে অনেক ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।