আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় ভয়াবহ আগুনে পুড়েছে ১৫ বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ ০৩:১৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় ভয়াবহ আগুনে পুড়েছে ১৫ বসতঘর। বৃহস্পতিবার (৩১) মধ্যরাত ৩টার দিকে উপজেলার চন্দ্রঘোনা খোন্দকার পাড়ায় (মোল্লাপাড়া) এই ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. মাহবুব বলেন, ‘১৫ বসতঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। প্রশাসন সহায়তা না করলে শিশু সন্তান নিয়ে না খেয়ে খোলা আকাশের নিচেই বসবাস করা ছাড়া কোনো উপায় থাকবে না।’ রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিচ আজগর বলেন, আগুনের খবর ফায়ার সার্ভিসকে জানিয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক ১০-১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে তবে বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে। এদিকে সকালে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নিত্য প্রয়োজনীয় খাবার ও ব্যবহার্য সামগ্রী দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আজগর।