আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৭ জুন ২০২২ ১২:২৭:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা মোবারক টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কৃষকের নাম শাহ আলম (৫৫)। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের আসকর বাড়ি এলাকায়। নিজের কৃষিজমি থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

বন বিভাগের নারিশ্চা বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, নিজের কৃষিজমিতে কাজ করতে গিয়েছিলেন কৃষক শাহ আলম। সেখান থেকে ফেরার পথে একটি বন্য হাতি হঠাৎ তাঁর সামনে পড়ে যায়। বন্য হাতিটি শুঁড়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।