আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় প্লাস্টিক বর্জ্য রিসাইকেল কারখানা উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ২৫ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো স্থাপিত হল প্লাস্টিক বর্জ্য রিসাইকেল কারখানা। উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর সংলগ্ন ভূমিরখীল এলাকায় এই কারখানাটি স্থাপন করা হয়। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল, সাংবাদিক জগলুল হুদা, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হাসান মুরাদ জুয়েল, যুবলীগ নেতা শাহ আলম, মো. আরকান, আবুল বয়ান, মো. মহিন, মো. টিপু, আবদুল আজিজ, ওমর ফারুক, মো. আজগর, মো. ইলিয়াছ, মো ইয়াকুব প্রমুখ। 

 

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হাসান মুরাদ জুয়েল জানান, মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য বা অব্যবহৃত প্লাস্টিক সামগ্রী শত বছরেরও বেশি সময় ধরে অপচনশীল ভাবেই টিকে থাকে। সেই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার কঠিন চ্যালেঞ্জকে শক্তি ও সম্পদে পরিণত করার লক্ষ্যে এই কারখানাটি স্থাপন করা হয়েছে। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, অন্যদিকে এই প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এখান থেকে উৎপাদিত প্লাস্টিক যাবে সুদূর ভিয়েতনামসহ বিভিন্ন দেশে।