রাঙ্গুনিয়ায় এক কৃষকের ৮টি খড়ের গাদা পুড়ে গেছে। এছাড়া ফলের গাছ ও মজুদ করা লাকড়িও আগুনে পুড়ে গেছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহনগর লোহারপুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ও রাউজান স্টেশনের দুটি ইউনিট প্রায় ভোরপর্যন্ত কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পূর্বশত্রুতার জেরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাঈল তালুকদার।
তিনি বলেন, আমার দুই কানি জমির ধান সংগ্রহ করে খড়গুলো বাড়ির উঠানে ৮টি গাদা করে রেখেছিলাম। বুধবার রাতে এসব খড়ের গাদায় আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া খড়ের গাদার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে। এছাড়া আরও অন্তত ৫০ হাজার টাকার লাকড়ি ও ফলজ গাছ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, “২০১৬ সালের ২৮ অক্টোবর তার এক কানি পরিমাণ পুকুরে বিষ প্রয়োগে তার চাষের ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছিল। এবার সেই একই শত্রুরাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘অগ্নিকা-ের খবর পেয়ে আমরা একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে ধানের খড় বেশি হওয়ায় রাউজানের একটি ইউনিটও পরবর্তীতে আমাদের সাথে যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় ভোরপর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।