যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস স্ট্রিপে ছুরিকাঘাতে ৮ জন হতাহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, লাস ভেগাস স্ট্রিপে ছুরিকাঘাতের ঘটনায় নিহত হয়েছেন দুজন। আহতের সংখ্যা ৬।
এ ঘটনার পর সংবাদ সম্মেলন করেছেন লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল। তিনি বলেন, হামলাকারী ফুটপাতে একটি দুটি ধারালো অস্ত্র নিয়ে একজনের ওপর আক্রমণ করে। পরে আরও কয়েকজনের ওপর হামলা চালায়। এতে দুজন মারা গেছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা হাসপাতালে ভর্তি।
তিনি জানান, স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে হামলাকারীদের তাড়া করে। এ সময় তারা পালিয়ে যায়। কিন্তু নিরাপত্তা সদস্যরা তাকে আটক করে।
হামলাকারীর নাম প্রকাশ না করলেও সে লাস ভেগাসের স্থানীয় কেউ নন বলে ধারণা করছে পুলিশ। তার উদ্দেশ্য কী স্পষ্ট নয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।