ফটিকছড়ির তরুণ কবি ও ছড়াকার সাজেদুল করিম ভুঁইয়ার ছড়া-কবিতার "মুজিব রয়েছে মিশে" বইয়ের মোড়ক ও পাঠ উন্মোচন হয়েছে। ১৩ মার্চ( রবিবার) সকালে ফটিকছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলা গণমিলনায়তনে "মুজিব রয়েছে মিশে" বইটি মোড়ক উন্মোচন করেন উপজেলা শিক্ষা অফিসার হাসানুল কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার, হাসান মুরাদ চৌধুরী, মুহাম্মদ শরিফুল ইসলাম, শিক্ষক নেতা নাসির উদ্দীন চৌধুরী, রঞ্জিত কুমার ভট্টাচার্য্য, শীলা প্রভা বড়ুয়া, কবি শীলা নন্দী, আবৃত্তিকার বাবলা কুমার দে, জাহেদুল ইসলাম ও আমীর হোসেন প্রমুখ।
মুজিব রয়েছে মিশে বইয়ের লেখক সাজেদুল করিম ভূঁইয়া জানান, 'বইটি ঢাকার বইসই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এটিই আমার চতুর্থ বই এর আগে উপচে পড়া খুশির ছড়া, ছড়া জ্বলে ঝিকমিক, গল্পগ্রন্থ ভূতের মুখে অ আ বইগুলো অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ঢাকার অমর বইমেলায় অতঃপর স্টলে পাওয়া যাবে। এছাড়াও বইটি চট্টগ্রামের বাতিঘর, আন্দরকিল্লা আলোকবর্তিকা, রকমারি.কমে পাওয়া যাবে বলে জানান এ ছড়া-কবি ও গল্পকার।