আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ৪ টি চরঘেরা জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ১২ জুন ২০২৪ ০৬:০১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে জাল দেওয়ায় ৪টি চরঘেরা জাল জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১২ জুন) বিকালে উপজেলার ডোমখালী ঘাট সংলগ্ন স›দ্বীপ চ্যানেলে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৪ টি চরঘেরা জাল জব্দ করে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন যে কোন প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে আজ বুধবার সকাল ১১ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার ডোমখালী ঘাট সংলগ্ন স›দ্বীপ চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ টি চরঘেরা জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবু সাঈদ সহযোগিতা করেছেন। অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।