মিরসরাইয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহতরা হলো- আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লাহ আল কারিফ। তারা উপজেলার আবুতোরাব ফাজিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারি) সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সড়ক দিয়ে সারেংপাড়া এলাকা থেকে মিরসরাই সদরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ আল কারিফের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী বলেন, মঙ্গলবার সকালে সিএনজি চালিত অটোরিকশা যোগে ৫ জন শিক্ষার্থী বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে গাড়ির বিয়ারিং ভেঙ্গে উল্টে যায়। এতে দুই পরীক্ষার্থী নোমান ও কারিফ আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় রেডিয়েন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারিফের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নিয়েছে। আজ তাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ছিলো।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় পরীক্ষার্থী আহতের খবর পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।