আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মহেশখালীতে কুকুরের টিকাদান বিষয়ে অবহিতকরণ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : সোমবার ৩ জুন ২০২৪ ০৭:১০:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

মহেশখালী উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান এমডিভি প্রদানের লক্ষ্যে অবহিতকরণ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের জলাতঙ্ক নির্মূল কর্মসূচি সিডিসির আয়োজনে ২ জুন বিকালে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা, মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ছালেহ ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল সহ সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় উপজেলায়  ব্যাপক হারে কুকুরের টিকাদান প্রদানের বিষয়ে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি আহবান জানানো হয়।